কৃষি বিভাগের তদারকির অভাব
কাউনিয়ায় মোজাইক ভাইরাসের আক্রমণে স্বপ্ন ভাংছে কৃষকের
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১৯:২৯ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:৩৭
কাউনিয়ায় বালুচর হলদে ফুলে ছেঁয়ে গেলেও কৃষকের মুখে হাসি নেই। কৃষি বিভাগের তদারকির অভাবে মোজাইক ভাইরাসের আক্রমণে স্বপ্ন ভাংছে কৃষকের। ফুলে পঁচন ধরায় কৃষকের স্বপ্ন ভেঙ্গে গেলেও কর্তৃপক্ষ নিরব দর্শক। বাজারের কীটনাশক কয়েকবার ব্যবহার করেও সুফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকেরা।
সরজমিনে কাউনিয়ার তালুকশাহাবাজসহ বিভিন্ন চর ঘুরে দেখা যায়, দিগন্তজুড়ে কুমড়ার ক্ষেত। প্রতিবছর কুমড়া চাষে লাভের মুখ দেখায় এবছরও কুমড়া চাষেই মনোনিবেশ করে কৃষকেরা। তবে কুমড়ার গাছ বড় হওয়ার পরেই একদিকে যেমন বিধিবাম অপরদিকে কৃষি বিভাগও স্থবির। আশার আলো যেন ক্রমশ নিভে আসছে মোজাইক ভাইরাসের ক্রমাগত আক্রমণে। কুমড়া চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাছে ফুল ও ফল ধরার পর এ রোগ ক্ষেতে ছড়িয়ে পড়ে। এ ভাইরাসে আক্রান্তের ফলে গাছের পাতায় ছোপ-ছোপ হলদেটে দাগ দেখা যায়। আক্রান্ত পাতার এক জায়গা থেকে অন্য জায়গা এমনকি অন্য পাতায় দ্রুত ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে পাতার আকার ছোট ও অনিয়মিত হয়ে যায়। কঁচিপাতা চিকন হয়ে কুঁকড়ে যায় এবং খসখসে হয়ে যায়। অপরদিকে পঁচন ধরেছে কৃষকের স্বপ্ন হলদে ফুলে। কৃষক সাইফুল জানান ধারদেনা করে কুমড়া চাষ করেছি। গাছ দেখি মনে হছলো এবার ভালোয় লাভ হবো। কিন্তু ফল ধরার সময় রোগ ধরে গাছে পাতা কোঁকড়া লেগে শুঁকে যাচ্ছে। ওষুধ দিয়াও কাজ চচ্ছে না।
দুলাল মিয়া জানান কুমড়া ক্ষেতজুড়ে এখন মোজাইক ভাইরাসের হানা। কয়েক দফা কীটনাশক প্রয়োগ করেও এ রোগ দমন করতে পারছেন না তিনি। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় বেশ কয়েকটি চরে প্রায় ৩৫০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। মোজাইক ভাইরাসটি সাধারণত বীজ থেকে ছড়ায়। লিফ হপারস বা ছোট আকৃতির ফড়িং এই রোগ ছড়াতে সাহায্য করে। জাব পোকা এ রোগের অন্যতম বাহক।
কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, রোগ দমনে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দিচ্ছি। রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ ও আক্রান্ত গাছ খেত থেকে তুলে ফেললে এ রোগ অনেকটাই দমন হয়। এটি ভাইরাসজনিত রোগ। কৃষি শ্রমিক খেতে ব্যবহৃত সরঞ্জাম দ্বারাও ছড়িয়ে পড়তে পারে। কৃষকের ভাষ্য অন্য বছরে ভালো ফলন পেলেও কৃষি বিভাগের তেমন কোনো নজরদারী না থাকায় আমরা এবার ভাইরাসের কারনে মারাত্মক ক্ষতির মুখে পরেছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত