কাউনিয়ায় মেসার্স এস এস আটো গ্যাস স্টেশনের উদ্বোধন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১৯:৫৭ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ২৩:৫৫
কাউনিয়ায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পার্শে সাব্দি ভুতছাড়া গ্রামে মেসার্স এসএস আটো গ্যাস স্টেশন সোমবার বিকালে উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা প্রতিষ্টানের প্রোপাইটর আলহাজ্ব সোহরাব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। বক্তব্য রাখেন প্রতিষ্টানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শফিকুল ইসলাম শফিক, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমদ। উপস্থিত ছিলেন শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন সরকার, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সাইফুল ইসলাম সেলিম, মীরবাগ ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ মঞ্জুম আলী, বিশিষ্ট্য ব্যাবসায়ী জামিনুর রহমান, ছাত্রলীগ উপজেলা শাখার সাবেক সভাপতি সুশান্ত সরকার প্রমূখ। আলোচনা শেষে দোয়া করে ফিতা কেটে আটো গ্যাস স্টেশনের উদ্বোধন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত