কাউনিয়ায় মালিক সিডস্ এর ছয় জাতের আলুর মাঠ দিবস

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৮ |  আপডেট  : ১২ মার্চ ২০২৫, ১৬:০৯

আলু এখন শুধু সবজি নয় এটি কৃষকের কাছে সাদা আর লাল সোনায় পরিনত হয়েছে। তিস্তার ধু-ধু বালূ চরে শুধু আলু আল আলু। কাউনিয়ায় তিস্তার চরে এগ্রিকো ও মালিক সিডস্ এর ছয় জাতের আলুর মাঠ দিবস রোববার তিস্তার চরে সরাসরি আলু খেতে অনুষ্ঠিত হয়।
 
বিশিষ্ট আলু চাষী ও মায়েরদোয়া বীজ ভান্ডারের সত্বাধিকারী তাজরুল ইসলাম এর সভাপতিত্বে কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রিকো ন্যাদারল্যান্ড প্রতিনিধি মিঃ পিটার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালিক সিডস্ এর ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোহান মালিক, কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজমাইন মুশতারী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, আলুচাষী মাহবুব আলম (নবাবগঞ্জ) স্বাগত বক্তব্য রাখেন মালিক সিডস্ এর মাঠ কর্মকর্তা পরিতোষ গোস্বামী প্রমূখ। বক্তারা বলেন লেভান্তে জাতের আলু একটি উচ্চ ফলনশীল আলু। এ জাতের আলু খেতে ছত্রাক নাশক স্প্রে করতে হয় না। এছাড়াও এ্যালুয়েট জাতের আলুতেও তেমন ছত্রাক নাশক স্প্রে করতে হয় না, ৬০ থেকে ৭০ দিনের মধ্যে এ আলু ঘরে তোলা যায় এবং এ জাতের আগাম ও দেরীতে রোপণ করা যায়। এ জাতের আলুর রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এ আলু চাষে কৃষকদের মধ্যে সাড়া পড়েছে। তিস্তার চরে ৩৫ হেক্টর জমিতে বীজ আলু এলুয়েট, রেনমি, লেভান্তে, কোরাজন, প্যারাডিসো, ডায়মন্ড জাতের আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে কৃষক মমিনুল ইসলাম কে পুরস্কার প্রদান করা হয়। কৃষক মাঠ দিবসে বিভিন্ন এলাকার শতশত চাষি অংশ গ্রহন করেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত