কাউনিয়ায় মাধ্যমিক পরীক্ষায় প্রথম দিনে ২২ শিক্ষার্থী অনুপস্থিত
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১৯:০১ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯
করোনা পরিস্থিতির ভয় ও শঙ্কার মধ্যে দিয়ে এসএসসি ও সমমান পরীক্ষা কাউনিয়ায় সুষ্ঠু অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় বিপুল পরিমাণ শিক্ষার্থী অনুপস্থিত থাকবে বলে ধারণা করা হলেও প্রথম দিনের পরীক্ষায় মাত্র ২২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ জানান, ১ম দিনের পরীক্ষায় এসএসসি তে ০৭ জন, দাখিলে ০৫ জন এবং এসএসসি (ভকেশনাল) শাখায় ১০ জন অনুপস্থিত ছিল। চলতি এসএসসি পরীক্ষায় ৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৩৮৬৪ জন, দাখিল ১টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩৯৭ জন, ভকেশনাল পরীক্ষার্থী ৩৭১ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। সবমিলে কাউনিয়ায় শান্তিপূর্ন ভাবে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছারাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত