কাউনিয়ায় মাদ্রাসা প্রধান ও কমিটির সাথে প্রশাসনের মতবিনিময়

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ৮ এপ্রিল ২০২১, ১৯:০৮ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:০২

করোনা মহামারি ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকল মাদ্রাসা প্রধান ও মাদ্রাসা কমিটির সভাপতি সম্পদক গনের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিব মাহফুজ, বড়–য়াহাট কেরামতিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ, নিজপাড়া মাদ্রাসার অধ্যক্ষ বদরুল ইসলাম, কাউনিয়া রেলবাজার কওমী মাদ্রাসা ও এতিম খানার মোহতামিম আলহাজ্ব মাওলানা আঃ কুদ্দুছ, সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা, জুম্মারপাড় মহিউচ্ছুন্নাহ কওমী মাদ্রাসার মোহতামিম নজরুল ইসলাম প্রমূখ। 

সভায় সভাপতি দেশের বর্তমান করোনা পরিস্থিতে সকল মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কোন কান কথা ও গুজবে কান না দিয়ে এলাকার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সকলে তাকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত