কাউনিয়ায় মাদক সম্রাজ্ঞী গিন্নি বেগম গ্রেফতার
প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১৮:৫৫ | আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৩
কাউনিয়া উপজেলার হারাগাছ ধুমগাড়া এলাকার মাদক সম্রাজ্ঞী খ্যাত ১৪ মাদক মামলার পলাতক আসামী গিন্নি বেগম (৫০) কে পুলিশ গত শনিবার সন্ধ্যায় ধুমগাড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে।
রংপুরের বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে সোর্পদ্দ করে। সে ধুমগাড়া গ্রামের রফিকুল ইসলাম অপির স্ত্রী। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান গিন্নি বেগম কে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশের চোখ কে ফাঁকি দিয়ে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে অত্র থানায় ১৪ টি মাদক মামলা রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত