কাউনিয়ায় মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১৮:৪৭ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:০৭
কাউনিয়া উপজেলার সাহবাজ গ্রামে রবিবার বিকালে বাড়ীর পাশে পুকুরে মাছ ধরতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত বাবু মিয়া (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহবাজ গ্রামের বাসিন্দা আলহাজ্ব রুহুল আমিন মাক্কুর পুত্র মোঃ বাবু মিয়া (২৮) রবিবার বিকালে বাড়ীর পাশে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। কিন্ত সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পুকুর পাড়ে খুঁজতে গিয়ে তার লাশ পানিতে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজনের ধারনা বাবু মৃগী রোগে আক্রান্ত ছিল। মাছ ধরতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা যায়। সোমবার সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত