কাউনিয়ায় মটর সাইকেল দুর্ঘটনায় গৃহবধু আহত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:২১ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৮:১১

কাউনিয়া উপজেলার আর-কে রোডে ফায়ার সার্ভিসের সামনে বৃহস্পতিবার রাতে মটর সাইকেল থেকে ছিটকে পরে সেলিনা বেগম (৩৫) নামের এক গৃহবঁধু গুরুত্বর আহত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে কুড়িগ্রাম জেলার সদর থানার কাঁঠাল বাড়ী আশুক কালুয়া গ্রামের রোস্তম আলী স্ত্রী কে নিয়ে মটর সাইকেল যোগে রংপুর মেডিকেলে রোগী দেখে বাড়ী ফিরছিল। কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে রাস্তার ভাঙ্গা গর্তে মটর সাইকেল টি পরে যায়। এসময় মটর সাইকেল থেকে গৃহবঁধু সেলিনা বেগম ছিটকে পাকা রাস্তায় পরে যায়। এসময় সে মাথায় প্রচন্ড আঘাতে ফেটে গিয়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তার মাথায় ৯টি সেলাই দেন। রংপুর-কুড়িগ্রাম রাস্তার উক্ত স্থান টি খানাখন্দে ভরা হওয়ায় প্রায় প্রতিদিনেই দুর্ঘটনা ঘটছে। ওই দিন উক্তস্থানে আরও ২টি দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের এদিকে কোন নজর নেই বলে অনেকে মন্তব্য করেছেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত