কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জনের জরিমানা
প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ১৯:২৬ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯
কাউনিয়া উপজেলায় করোনা রোগ প্রতিরোধে উপজেলার সারাই ও হারাগাছে সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় ৫জনের কাছ থেকে ১ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা সহ মাস্ক বিতরণ করা হয়।
ভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ ফারুক হাসান জানান, কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়ন ও হারাগাছ ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সারাই জয়বাংলা বাজারে ৩টি দোকান ও হারাগাছ খানসামা হাটে ২টি দোকান মোট ৫টি দোকানের ৫ জনের কাছ থেকে ১হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয়। করোনা মোকাবেলায় ভ্রাম্যামান আদালত পরিচালনা কে সচেতন মহল স্বাগত জানিয়ে এটি অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত