কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৭ |  আপডেট  : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৯

রংপুরের কাউনিয়ায় ধান ও চাল মজুদ বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মজুতকারী ব্যবসায়ীর ১৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার তকিপল হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। 

ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হোসাইন জানান, খাদ্য দ্রব্য উৎপাদন, মজুত, সংরক্ষন, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপন ( ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২৩ এর ৩(ঘ) ধারায় উপজেলা বালাপাড়া ইউনিয়নের তকিপল হাটের ব্যবসায়ী মোঃ নুরুল হক এর ৬০০০ টাকা এবং মোঃ গোলাম হোসেন এর ১০০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, ইন্সপেক্টার মাহামুদুল হাসান তমাল, শিল্পি রানী জাজয়াল, এস আই ওসমান গনি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, ধান ও চাল মজুদ বিরোধী এবং বাজার মনিটরিং কল্পে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত