কাউনিয়ায় ভুতঝাড়া গ্রামে লিচু খেতে গিয়ে শিশুর মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২১, ১৫:২৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:৩১

রংপুরের কাউনিয়ায় লিচু খেতে গিয়ে গলায় লিচুর বিচি আটকে গিয়ে ওমর ফারুক (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া ( ভেলুপাড়া) গ্রামের মাহামুদুল হাসানের শিশু পুত্র ওমর ফারুক গতকাল বৃহস্পতিবার বিকেলে লিচু খেতে খেতে হঠাৎ লিচৃর বিচি তার গলায় আটকে গেলে গুরুর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশু ওমর ফারুকের মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত