কাউনিয়ায় ভায়ারহাট বালিকা বিদ্যালয়ে শ্রেণী পাঠ দানের সকল প্রস্তুতি সম্পন্ন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৮ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫৫

কোভিট-১৯ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় শিক্ষা মন্ত্রালয়ের নির্দেশ ক্রমে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়ায় কাউনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় টি পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে শ্রেণি পাঠদানের উপযোগী করে তোলা হয়েছে। 

শনিবার সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে পর্যাপ্ত পানির ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হ্যাক্সিসল, স্যাভলন রাখা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য আইসেলেশন কক্ষ তৈরি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার কিটব· রয়েছে। চেয়ার-ব্রে  টেবিল স্যাভলন পানি দিয়ে ধোঁয়া হয়েছে। মাঠের আগাছা পরিষ্কার করা হয়েছে। গাছের ডাল-পালা কাটা হয়েছে। বিবর্ণ দেয়াল রং করা হয়েছে। প্রধান শিক্ষক তৈয়বুর রহমান জানান শারীরিক দুরুত্ব বজায় রেখে শিক্ষক-ছাত্রীদের মুখে মাস্ক পড়া নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত স্কুল খোলা ও শ্রেণি পাঠদানের সকল প্রস্তুতি ইতো মধ্যে সম্পন্ন করা হয়েছে। ছাত্রীরা যেন আনন্দের সাথে পাঠ গ্রহন করতে পারে সে বিষয়ে শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে। করোনা ঝুকি মুক্ত প্রতিষ্ঠান রাখতে সব ধরনের প্রন্তুতি গ্রহন করা হয়েছে। সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্রীদের মাস্ক পরে বিদ্যালয়ে আসার আহবান জানিয়েছেন। 

মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশমতো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কে ক্লাশ নেয়ার উপযোগী করে তোলা হয়েছে, সে ক্ষেত্রে ভায়ারহাট বালিকা বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন প্রস্তুতিতে এগিয়ে আছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত