কাউনিয়ায় ভারত বাংলাদেশ মেত্রী নিগমানন্দ কমপ্লেক্স ভবন পরিদর্শন উপলক্ষে আলোচনা সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১৮:৩১ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩০

কাউনিয়ায় ভারত বাংলাদেশ মেত্রী নিগমানন্দ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার বিকালে আশ্রমের সভাপতি মৃনাল কান্তি রায় এর সভাপতিত্বে কুর্শা নলঝুড়ি নিগমানন্দ আশ্রম মাঠে অনুষ্ঠিত হয়।

প্রকল্প পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোবাইস্বামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভার্টি, সিভিল সার্জন রংপুর ডাঃ হিরম্ব কুমার রায়, প্রধান প্রকৌশলী রংপুর মোঃ রেজাউল হক, নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন সরকার, কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, শ্রমতি বল্লবী রানী মালতি প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত