কাউনিয়ায় বোরো চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন
প্রকাশ: ১২ মে ২০২১, ১৯:৩২ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪০
কাউনিয়া উপজেলায় বোরো চাউল সংগ্রহ অভিযান বুধবার বিকালে উপজেলা খাদ্য গুদামে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
চাউল সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফান আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা বিলকিস বেগম, উপ-খাদ্য পরিদর্শক দিলীপ রায়, মিল চাতাল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা, সম্পাদক আমজাদ হোসেন, সদস্য ওয়াহেদুল ইসলাম প্রমূখ। প্রতি কেজি ৪০ টাকা দরে ১৯১৪ মেঃটন চাউল সংগ্রহের লক্ষ মাত্রা ধরা হয়েছে। উদ্বোধনী দিনে থ্রি কয়েন রাইস মিলের আলহাজ্ব মিনহাজুর রহামন হেনার কাছ থেকে ৫ মেট্রিক টন চাউল সংগ্রহ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত