কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১৮:০৩ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪
কাউনিয়া উপজেলা প্রশাসনের আযোজনে বৃহস্পতিবার মোফাজ্জল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আঃ জলিল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার অনন্ত কুমার, সাবেক কমান্ডার আজিজুল ইসলাম মোল্লা, লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব আঃ হান্নান, সহ সভাপতি আঃ জলিল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত