কাউনিয়ায় বিষ দিয়ে ১০টি হাঁস মারার অভিযোগ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ২ মে ২০২১, ১৯:৫৫ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০৫

কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামে কাউকে না জানিয়ে বোরো ক্ষেতে বিষ প্রয়োগ করায় গত শনিবার বিকালে এক দরিদ্র কৃষকের ১০ টি ডিম পাড়া হাঁস মারা গেছে। এ বিষয়ে কৃষক থানায় অভিযোগ দাখিল করেছে। নিজপাড়া গ্রামের দরিদ্র কৃষক মোঃ মজিবর রহমানের (৫৮) বাড়ির কাছে একই এলাকার বাবুল হোসেনের বোরো ধান ক্ষেত রয়েছে। 

ক্ষেতের আশপাশের কাউকে না জানিয়ে গোপনে বোরো ক্ষেতে বাবুল হোসেন বিষ প্রয়োগ করে। গত শনিবার দুপুরে সবার অজান্তে মজিবর রহমানের ১০টি ডিম পাড়া হাঁস ওই ক্ষেতের পানিতে খাদ্য সংগ্রহে নেমে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। বিকাল হতেই ১০ টি হাঁসেই মারা যায়। যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। কাউকে না জানিয়ে গোপনে বিষ প্রয়োগের বিষয়টি জানার জন্য ঘটনার দিন মজিবরের স্ত্রী মন্জয়ারা বেগম বাবুল হোসেনের বাড়ীতে গেলে তারা ক্ষিপ্ত ওঠে। পরে মন্জুয়ারা বেগম ভয়ে বাড়িতে ফিরে এসে স্বামী কে জানায়। পরে মজিবর রহমান থানায় হাঁস নিয়ে এসে বাবুল হোসেনের বিরুদ্ধে হাঁস মারার অভিযোগ দাখিল করে। ওসি মাসুমুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত