কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন ও পুরস্কার বিতরণ
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ২০:৫৩ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:১৭
রংপুরের কাউনিয়া উপজেলায় বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে পালন করা হয়। কর্মসূচির মধ্যেছিল বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা উপজেলা পঃপঃ কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত হয়। এমসি এইচএফডি ডাঃ নাজনীন হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুর্শা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সাহীদুল ইসলাম। বক্তব্য রাখেন শহীদবাগ ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী এসএম সাথী বেগম, এফডব্লিউএ সারাই শেফালী খাতুন, এফপিআই মোঃ এনামুল হক প্রমূখ। সভা শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ উপজেলায় ৬টি ক্যাটাগরীতে এফডব্লিউএ সারাই ইউনিয়ন শেফালী খাতুন, এফপিআই সারাই ইউনিয়ন লিটন মিয়া, এফডব্লিউভি কুর্শা ইউনিয়ন সুইটি বেগম, এসএসিএমও কুর্শা ইউনিয়ন চন্দন কুমার শাহা,কুর্শা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং কুর্শা ইউনিয়ন পরিষদ কে শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত