কাউনিয়ায় বিমাতা ভাইদের হাতে ভাই গুরুতর আহত
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১৭:৫০ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৩:১১
কাউনিয়া উপজেলার মীরবাগ ধর্ম্মেশ্বর গ্রামে জমি জমা সংক্রান্ত জেরে বিমাতা ভাইদের হাতে জাহাঙ্গির আলম (৩৫) গুরুতর আহত হয়ে কাউনিয়া মেডিকেলে ভর্তি হয়েছে।
কাউনিয়া থানায় লিখিত অভিযোগে জানাগেছে গত রবিবার সকালে আঃ সাত্তারের ২স্ত্রীর সন্তানদের মধ্যে বড় স্ত্রীর সন্তান খয়ের উদ্দিন (৫৪) শাহের উদ্দিন (৫০), শাহ আলম (৩৮) শাহিনুর (৩৫) গং তাদের পিতার কোন খোঁজ খবর রাখে না, উপরন্ত আঃ সাত্তারকে জমি লিখে দিতে বলে এবং জমি লিখে না দিলে তাদের বাবাকে বাড়ি ছারা ও জীবন নাশের হুমকি দেয়। ঘটনার দিন আঃ সাত্তারের জমিতে বসতবাড়ী করার জন্য মাটি ভরাট করতে গেলে আসামীরা উত্তেজিত হইয়া আঃ সাত্তারের ২য়স্ত্রীর ছেলে মোঃ জাহাঙ্গির আলম কে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, তাদের গালিগালাজ করতে নিশেষ করলে তারা আরো উত্তেজিত হয়ে দেশীয় অস্রশস্রে সজ্জিত হয়ে এসে জাহাঙ্গিরকে এলাপাথারী মার ডাং করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার আত্মচিৎকারে তার বোন জাহানারা এগিয়ে আসলে তাকেও মারপিট করে। পরে তাদের চিৎকারের আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গির কে উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে ভর্তি করে। এব্যাপারে আঃ সাত্তার বাদী হয়ে ঘটনার দিন রাতে থানায় অভিযোগ দায়ের করলে সোমবার থানা পুলিশ ঘটনা স্থাল পরিদর্শন করে।
থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত