কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাইকেল মেকারের মৃত্যু
প্রকাশ: ২২ জুলাই ২০২২, ২০:০০ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:০৫
প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে ফ্যানের বাতাস খেতে সুইচবোডে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফছার আলী (৪৬) নামের এক জন বাইসাইকেল মেকারের মৃত্যু হয়েছে। ঘটনা টি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে কাউনিয়া উপজেলার দক্ষিণ হরিচরণ লস্কর গ্রামে। পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার দক্ষিণ হরিচরণ লস্কর গ্রামের মৃত মোবারক আলীর পুত্র আফছার আলী গরম থেকে রক্ষা পেতে বৃহস্পতিবার রাতে সুইস বোডে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। শুক্রবার বাদ জুম্মা জানাজা নামাজ শেষে বালাপাড়া পাবলিক কবর স্থানে দাফন করা হয়েছে। বালাপাড়া ইউপি সদস্য হায়দার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত