কাউনিয়ায় বিদায়ী ইউএনও কে প্রতাশার আলো পত্রিকার সম্মাননা স্মারক প্রদান

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ এপ্রিল ২০২১, ১৯:৩১ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭

কাউনিয়ায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর বদলিজনিত বিদায়ী উপলক্ষে প্রতাশার আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে উপজেলা ক্যাম্পাসে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

বিদায়ী নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম কে সম্মাননা স্মারক তুলে দেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মাদ হোসেন সরকার, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, ওসি (তদন্ত) সেলিমুর রহমান, জনতা ব্যাংক ম্যানেজার নুরনবী মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, সাংবাদিক জহির রায়হান, নিতাই চন্দ্র প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত