যাত্রীদের চরম ভোগান্তি
কাউনিয়ায় বাস স্ট্যান্ডে গণ-শৌচাগারের বেহাল দশা
প্রকাশ: ১১ জুন ২০২৪, ১৭:০১ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:২৫
কাউনিয়ায় ব্যস্ততম এলাকা ও লালমনিরহাট-কুড়িগ্রাম জেলার সিংহদ্বার কুড়িগ্রাম বাস স্ট্যান্ডে গণ-শৌচাগারের বেহালদশায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতকারী যাত্রী সাধারণের ভোগান্তি চরমে। এসব দেখার কেউ নেই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাসে ওঠার পূর্বে যাত্রীদের প্রকৃতির ডাকে সারা দিতে এদিক ওদিক ছুটাছুটি করতে। স্থানীয় মাছবাজারের পাশে কুড়িগ্রাম ও লালমনিরহাট যাওয়া যাত্রীদের বাসের জন্য ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে অপেক্ষা করতে হয়, কিন্তু এখানে বসার মতো কোন পরিবেশ নেই। এছাড়াও ওই একই স্থানে মহেন্দ্র গাড়ী, চার্জার অটো ও মাইক্রো স্ট্যান্ড রয়েছে। এই স্ট্যান্ডে প্রতিদিন শত শত যাত্রী গাড়ীতে ওঠা নামা করে। দীর্ঘদিন ধরে এই বাস স্টান্ডের গণ-শৌচাগারটির বেহালদশায় যাত্রী সাধারণের কষ্টের শেষ নেই। বিশেষ করে মহিলা যাত্রীদের বিড়ম্বনায় পরতে হচ্ছে। বাস স্ট্যান্ডে প্রায় দেড় যুগ আগে একটি যাত্রী ছাউনি নির্মান ও পার্শে পুরষদের জন্য ২টি প্রসাবখানা থাকলেও কোন পায়খানা তৈরী হয়নি। পানির কোন ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনি ও প্রসাবখানা সংস্কার না করায় তা ব্যবহার অনুপযোগি হয়ে পড়েছে। ছাউনিতে বসার কোন কোন পরিবেশ নাই। স্থানীয় সুইপার একটি কাচা পায়খানা বসিয়ে ব্যবসা করলেও সেটিও প্যান নষ্ট হয়ে গিয়ে ব্যবহার অনুপোযী হয়ে পড়েছে। বহুবার উপজেলা মাসিক সমন্বয় মিটিং এ গণ-শৌচাগার নির্মানের প্রস্তব হলেও কার্যত কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেনি। যাত্রী ছাউনিটি মেরামতের উদ্যোগ না নেয়ায় সেটিও এখন অচল।
বাস স্ট্যান্ড এলাকার স্থানীয় দোকানদার, লালমনিরহাট ও কুড়িগ্রামগামী যাত্রীদের চরম দূর্ভোগে পড়তে হয়। পুরুষ যাত্রীদের তুলনায় নারীভোগান্তি বেশি। তাদের সস্থানীয় কারো বাড়ীতে যেতে হচ্ছে। স্থানীয় হোটেল গুলোতেও কোন শৌচাগার নাই। এভাবে বছরের পর বছর ধরে যাত্রীদের অবর্নণীয় দুর্ভোগে পড়তে হচ্ছে।
কুড়িগ্রাম গামী যাত্রী মনোয়ারা জানান তার স্বামীর কর্মস্থলে যেতে ও বাড়ীতে আসা যাওয়ার কারণে এই বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু যাত্রী ছাউনীতে শৌচাগার না থাকায় দুর্ভোগ পোহাতে হয়। মাছবাজারের দোকানদার নুরনবী ও নান্টু বলেন, বাস স্ট্যান্ডে শৌচারগারের বেহালদশায় দোকানদার ও যাত্রীদের চরম বেকায়দায় পড়তে হয়। ব্যবসায়ীরা জানান এই বাস স্ট্যান্ডে পাবলিক টয়লেট নির্মাণের জন্য উপজেলা পরিষদে আবেদন জানিয়েও কোন কাজ হয়নি। এই বাস স্ট্যান্ড ছাড়াও রেলগেইট, ভেলুপাড়া, জুম্মাপাড়, মীরবাগ, বিজলের ঘুন্টি বাস স্টান্ডেও শৌচাগার নেই। যাত্রী সাধারণ ও ব্যবসায়ীরা জরুরী ভিত্তিতে কাউনিয়ার কুড়িগ্রাম বাসস্টান্ডে গণ-শৌচাগার নির্মাণের দাবী জানিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, ইতোমধ্যে ঢাকা স্ট্যান্ডে একটি গণশৌচাগার করা হয়েছে। সমস্যাটি অবগত হয়েছি চেষ্টা করবো সমস্যার সমাধান করেতে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত