কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রীর নির্বাচনী মতবিনিময় সভা

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৪, ১১:৫০ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:০৮

কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রীর সাথে সনাতন ও খ্রিস্টান ধর্মালম্বীদের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ মতবিনিময় সভা মঙ্গলবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে বালিকা উচ্চ বিদ্যালয় সরদার আব্দুল হাকিম হল রুমে অনুষ্ঠিত হয়। 

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পরেশ চক্রবর্তী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) এলাকার আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপজেলার শাখার সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম। বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী হাসনা পারভীন মুক্তি, প্রদীপ কুমার গোস্বামী, বাংলাদেশ আর্যবীরের উপদেষ্টা ও গয়না ঘর এর সতাধিকারী উজ্জ্বল কুমার সরকার, আহবায়ক উৎপল কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা জগদিস শিং, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুবাস শীল, গণেশ চন্দ্র বর্মন প্রমূখ। 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়ন চাইলে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের সরকার কে ক্ষমতায় আনতে হবে। ৭ জানুয়ারি সকল নেতা কর্মীকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক অভয় চন্দ্র বর্মন। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত