কাউনিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রকাশ: ২৮ মে ২০২১, ১৬:৩৪ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:৩২
কাউনিয়া উপজেলার বালাপাড়া হলদীবাড়ি রেল গেইট এলাকায় বজ্রপাতে শুক্রবার দুুপুরে জাহাঙ্গীর আলম মাষ্টার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুর সোয়া ১ টার দিকে হলদীবাড়ি রেল গেইট এলাকায় আব্দুল মান্নান সরকার ( দুলাল) মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (৩৫) তার বর্গা নেয়া ক্শেত থেকে মিষ্টি কুমড়া উত্তোলনের সময় কালো মেঘে ছেয়ে যাওয়া আকাশ থেকে মুষলধারে বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে সে ঘটনা স্থলেই প্রাণ হারায়। তার পৈতৃক নিবাস বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামে হলেও সে একাকী কাউনিয়ার হলদীবাড়ি মনোয়ারের বাড়িতে ভাড়া থেকে জমি বর্গা নিয়ে সবজি চাষ ও শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতো। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আনছার আলী বজ্রপাতে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত