কাউনিয়ায় বজ্রপাতে মৃত জাহাঙ্গীরের স্ত্রীকে চেক ও খাদ্য সহায়তা
প্রকাশ: ২ জুন ২০২১, ২০:১৩ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫
কাউনিয়ায় বালাপাড়া হলদীবাড়ি রেল গেইট এলাকায় বজ্রপাতে মৃত মামুনুর রশিদ (জাহাঙ্গীর) মাষ্টার এর পরিবারের মাঝে বুধবার ২০ হাজার টাকার চেক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের পক্ষ থেকে নিহত জাহাঙ্গীরের স্ত্রী আয়শা খাতুন এর হাতে ২০ হাজার টাকার চেক ও খাদ্য সহায়তা প্রদান করেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম প্রমূখ। উল্লেখ্য গত ২৮ মে বস্ত্রপাতে হলদীবাড়ি রেল গেইট এলাকায় আব্দুল মান্নান সরকার ( দুলাল) মিয়ার পুত্র মামুনুর রশিদ (জাহাঙ্গীর) (৩৫) তার বর্গা নেয়া ক্ষেত থেকে মিষ্টি কুমড়া উত্তোলনের সময় বজ্রপাত ঘটলে সে ঘটনা স্থলেই প্রাণ হারায়। তার ৪বছরের একটি শিশু পুত্র রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত