কাউনিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল সপ্তাহ উদ্বোধন
প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ১৯:১১ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৬
মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি, এই প্রতিপাদ্য সামনে কে সামনে রেখে কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে বৃহস্পতিবার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন।
কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন। বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার সামিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জান আজাদ প্রমূখ। আলোচনা শেষে অগ্নিনির্বাপণী ও উদ্ধারকারী যন্ত্রসম‚হ প্রদর্শনী ও মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওই সময় ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত