কাউনিয়ায় পূর্ব ক্যাবিনের কাছে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:১৪ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭

রংপুরের কাউনিয়া রেল স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের সময় দোলনচাঁপা এ·প্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়, তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার বিকেল ৪ টার দিকে কাউনিয়া স্টেশনের পূর্ব ক্যাবিনের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক। তিনি জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এ·প্রেস ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌছানোর পর ইঞ্জিন পরিবর্তনের সময় লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত ইঞ্জিন লাইনে তুলতে কাজ করছে সংশ্লিষ্ট লোক জন। সেই সাথে স্টেশনের সাইড লাইনে ঘটনাটি ঘটায় ট্রেন চলাচলে কোন বিঘœ ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কাউনিয়ায় এর আগেও একই স্থানে ট্রেন লাইনচ্যুত হয়েছিল, ফলে বিষয়টি ভাল করে ঘতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের দাবী যাত্রী সাধারনের।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত