কাউনিয়ায় পুলিশ ভ্যানে প্রাণ গেলো ৫ম শ্রেণীর ছাত্রী চাঁদনীর

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ অক্টোবর ২০২১, ১৮:৫২ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১০:২১

রংপুরের কাউনিয়া উপজেলায় একটি পুলিশের ভ্যানের চাকায় পিষ্ট হয়ে চাঁদনী (১১) নামের এক ৫ম শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের বীরভদ্র গ্রামের লালচাঁন মিয়ার কন্যা চাঁদনী বেগম (১১) বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশা গ্রামে নানা বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলো। ফেরার পথে শিশুটি জুম্মার পাড় এলাকায় রংপুর-কুড়িগগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় কাউনিয়ার অভিমূখ থেকে আসা রংপুর গামী একটি পুলিশ ভ্যান তাকে চাপা দেয় । পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুত্বর আহত শিশু টিকে উদ্ধার করে ওই পুলিশ ভ্যানে করে নিয়ে গিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ৮ টার দিকে হাসপাতালে চাঁদনীর মৃত্যু হয়। 

ওসি মাসুমুর রহমান মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। তবে পুলিশ ভ্যান টি কোন থানার তা তিনি বলতে পারেননি। তিনি বলেন এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দাখিল করেন নাই। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত