কাউনিয়ায় পিতা-মাতা কে পা ধোয়া অনুষ্ঠান

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ২২:১৬ |  আপডেট  : ১৯ জুন ২০২৪, ২৩:০৬

কাউনিয়া উপজেলায় মুহিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগ পিতা-মাতাকে পা- ধোয়া সারপ্রাইজ অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। মাদ্রাসা মাঠে মুহিউস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নজরুল ইসলামের উদ্যোগ প্রত্যেক শিক্ষার্থী তাদের পিতা-মাতাকে পা ধুয়ে দিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। পরে মাদ্রাসা হলরুমে হাফেজ ছাত্রদের মাঝে সম্মাননা প্রদান, পিতা মাতাকে কিভাবে সম্মান ও শ্রদ্ধা করতে হয় এ বিষয়ে আলোচনা সভায় মোঃ আবুল কাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুইিউস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নজরুল ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন মুহিউস সুন্নাহ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মিজানুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল করিম সাঈদী, অভিভাবক সদস্য রবিউল ইসলাম প্রমূখ। মাদ্রাসার পক্ষ থেকে এরকম ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান অভিভাবক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত