কাউনিয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠি পেল প্রধানমন্ত্রীর উপহার

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১ মে ২০২১, ১৯:২০ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলোর জন্য প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে অর্থ সহায়তায় অর্থ পেল কাউনিয়া স্টেশনের ১৫ জন কুলি, তিস্তা সড়ক সেতুর নিচে আটকে পরা ৩৩জন বেদে, টেপামধুপুর ভায়ারহাটের কুমার পল্লীর ১৬ কুমার, মধুপুরের ১৫ মুচি ও  ৬জন সুইপার। প্রতি জনকে ৫০০ টাকা করে প্রদান করা হয়।

কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা ক্যাম্পাসে ১৫ জন কুলি ও ৩৩ জন বেদে এবং টেপামধুপুর ইউনিয়ন পরিষদে ১৬ জন কুমার ১৫ জন মুচি ও  ৬জন সুইপার এর হাতে প্রধানমন্ত্রীর উপহার ৫শত টাকা করে তুলে দেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মেহদেী হাসান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম। কাউনিয়া মোট ৮৫ জনকে প্রধানমন্ত্রীর উপহার ৫শত টাকা করে তুলে দেয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত