কাউনিয়ায় পিঁয়াজের বাজার দ্বিগুন বৃদ্ধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:৪১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯
ভারতের পিঁয়াজ রপ্তানি মার্চ মাস পর্যন্ত বন্ধের ঘোষণা প্রচারের সাথে সাথেই কাউনিয়ায় এক লাফে পিঁয়াজের দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা।
গত শুক্রবার হাট-বাজারে ১১০ টাকা কেজি দরে ভারতীয় পিঁয়াজ বিক্রি হয়। ভারত বাংলাদেশ মার্চ পর্যন্ত পিঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিলে কাউনিয়া উপজেলার হাট-বাজারে হুহু করে পিঁয়াজের দাম বাড়তে থাকে। বকুলতলা বাজারের কাঁচা তরিতরকারি ব্যবসায়ী আলফাজ হোসেন বলেন আঁড়তে পিঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় তারাও ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করছে। হঠাৎ করে পিঁয়াজের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পিয়াজ কিনছেনা। তবে বাজারে কৃষকের উৎপাদিত পাতা পিঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাউনিয়া মাছ বাজারের কাঁচা তরিতরকারি ব্যবসায়ী খলিলুর রহমান ও শাজাহান আলী বলেন পিঁয়াজের আমদানি বন্ধ হওয়ায় হঠাৎ করে আঁড়তে দাম বেড়ে গেছে। দুইদিন আগে প্রতি কেজি পিঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে ২২০ টাকা দরে পিঁয়াজ বিক্রি করছি। সাধারন ভোক্তারা বাজার মনিটরিংএর দাবী জানিয়েছেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত