কাউনিয়ায় পরিকল্পিত পরিবার গঠন বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা
প্রকাশ: ৫ মে ২০২৪, ১৭:০৪ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৬
কাউনিয়ায় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহনে পরিকল্পিত পরিবার গঠন ও বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য,পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ উদ্বুদ্ধকরণ কর্মশালা রবিবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
আইইএমইউ ইউনিট, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপি উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম, সহকারি পরিচালক মোঃ সিহাব উদ্দিন শেখ, প্রশাসন ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর মনিটরিং কর্মকর্তা ঢাকা মোহাম্মদ মিজানুর রহমান, মেডিকেল অফিসার রংপুর (এমসিএইচ-এফপি) ডাঃ মিরাজুল মুহাইমিনা। কাউনিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাহীদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ইমাম মাওলানা আঃ লতিফ, পুরহিত পাপড়ী রানী, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ফাতেমা বেগম, কিশোর মোঃ আলেফ, কিশোরী কানিজ ফাতেমা মীথি প্রমূখ। কর্মশালায় ৩৫জন অংশ গ্রহন করেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত