কাউনিয়ায় নৌকা ৩, স্বতন্ত্র (বিদ্রোহী) ৩ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০৭:৫৭ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৯
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে কাউনিয়া উপজেলার ৬ ইউনিয়নে সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৬ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রার্থী ৩ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ৩ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জানাগেছে ১নং সারাই ইউনিয়নে ৪ হাজার ৯শ' ৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আশরাফুল ইসলাম [নৌকা[, তার নিকট তম প্রতিদ্ব›দ্বী প্রার্থী জাহিদুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ৭শ' ৭০ ভোট, ২নং হারাগাছ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ রাজু আহমেদ [আনারস[ ৩হাজার ৭শ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নূরুল ইসলাম মাষ্টার মটর সাইকেল ৩হাজার ৫শ' ১৫ ভোট। ৩নং কুর্শা ইউনিয়নে আব্দুল মজিদ আনারস ৯হাজার ৬শ' ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোহাম্মদ হোসেন সরকার নৌকা পেয়েছেন ৯হাজার ৩শ' ৪৯ ভোট। ৪নং শহীদবাগ ইউনিয়নে আব্দুল হান্নান নৌকা ৫হাজার ২শ' ৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকট তম প্রার্থী মোঃ রমজান আলী সুমন ঘাড়া পেয়েছেন ৩হাজার ১শ' ২৩ ভোট, ৫নং বালাপাড়া ইউনিয়নে মোঃ আনছার আলী নৌকা ৯হাজার ৩শ' ৬৯ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকট তম প্রতিদ্ব›দ্বী মোঃ ইউসুফ আলী (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ৯শ' ৪২ ভোট, ৬নং টেপামধুপুর ইউনিয়নে মোঃ রাশেদুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ১২হাজার ৩শ' ০৮ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ শফিকুল ইসলাম শফি (নৌকা) পেয়েছেন ৮হাজার ৩শ' ৭৮ ভোট। উপজেলা নির্বাচন অফিসার সুমিয়ারা পারভীন ৬ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের বে-সরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত