কাউনিয়ায় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগতম জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ১৬:৪৩ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ২২:৩১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় বুধবার রাতেই স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কাউনিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে শেখ হাসিনা সরকার, বার বার দরকার, ৭ তারিখ সারা দিন নৌকা মার্কায় ভোট দিন, এই শ্লোগান দিতে এলাকা মুখরিত করে তোলে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করে। আনন্দ মিছিল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, একে এম জাহাঙ্গীর হাসান, ইউপি চেয়ারম্যান আনছার আলী, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুম আলী, ছাত্রলীগের আহবায়ক হুমায়রা ইসলাম চাঁদনী, যুগ্ম আহবায়ক জামিল হোসাইন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত