কাউনিয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৫২তম বর্ষ। হাজার বছরের গর্বিত বাঙ্গালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃংল ভেঙ্গে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙ্গালি জাতি। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখন্ড হিসেবে অস্তিত্ব জানান দেয় বাংলাদেশ। চির অহংকারের লাল-সবুজের বিজয় নিশান উড়ানোর দিন আজ।

কাউনিয়া উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কাউনিয়ায় থানায় ৩১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতি স্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কাউনিয়া থানা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ স্মৃতি স্তম্ভে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, সহকারী কমিশনার (ভূমি) মনোনিতা দাস, অফিসার ইনচার্জ মাহাফুজার রহমান, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আঃ হান্নান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহিদ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। 



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত