কাউনিয়ায় নতুন পানিতে মাছ ধরার আনন্দ
প্রকাশ: ২১ জুন ২০২৪, ২১:৩৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:১৫
গ্রামীণ জীবনে মাছ ধরা নিয়ে বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার পথের পাঁচালী ছবিতে শৈল্পিক দৃশ্য উপস্থাপন করেছেন। কাউনিয়ায় দীর্ঘদিন খরার পর রহমতের বৃষ্টি এবং উজানের ঢলের পানি বৃদ্ধিতে নদী-নালা, খাল-বিলেসহ বিভিন্ন জলাশয়ে পানি জমায় সৌখিন মাছ শিকারিরা দলবেধে মাছ ধরার উৎসবে মেতেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘরে দেখা গেছে কয়েক দিন ধরে ভারি বর্ষন ও উজানের ঢলের পানি বৃদ্ধিপেয়ে নিম্নাঞ্চচল প্লাবিত হয়। নদী-নালা, খাল-বিল ও জলাশয় পানিতে পরিপূর্ণ। বর্ষার নতুন পানি পেয়ে মাছের ঝাঁকের বিচরণ শুরু হয়েছে। আর তাইতো জেলে ও শৌখিন মাছ শিকারীরা পাল্লা দিয়ে মাছ শিকারে নেমেছে। বৃষ্টি নামলে পানিতে স্রােত আসে, বৃষ্টির ফোঁটায় মাছদের উন্মাদনা বাড়ে, টানে টানে জালে ধরা পড়ে মাছের ঝাঁক। কাউনিয়ায় খাল-বিল ও জলাশয়গুলোতে দেখা মিলছে মাছ শিকারিদের এ উৎসব। বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। ঝাঁকি জাল, টানা জাল, ঠেলা জাল, পেতে রাখা জাল, চাঁই, বড়শিসহ আরও নাম না জানা অনেক পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করছেন স্থানীয় জেলেরা। এই মাছ স্থানীয় বাজারে বিক্রি হয় স্বাভাবিকের চেয়ে উচ্চমূল্যে। সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের আঃ রহমান জানান, বর্ষায় মাছ ধরার আনন্দই আলাদা। মৌসুম শুরু হলেই গ্রামীণ জীবনে মাছ ধরার ধূম পড়ে। বয়স কোন বিষয় নয়। ছেলে বুড়ো সকলের মধ্যে মাছ ধরার নেশা। মিঠাপানিতে প্রচুর দেশিয় মাছ রয়েছে। এ অবস্থায় মাছ শিকারের ধুম পড়েছে বিভিন্ন গ্রামে। বৃষ্টির সঙ্গে মাছ শিকারের সম্পর্ক অনেক দিনের। তাই বৃষ্টি এলে মাছ বেশি পরিমাণে শিকার হচ্ছে। জেলে, দিনমজুর, সৌখিন মৎস্য মানুষজন জালসহ নানা উপকরণ নিয়ে নেমে পড়েন মাছ শিকারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক বলেন, জলাধার প্রকৃতির শ্রেষ্ঠ উপহার। এর রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত