কাউনিয়ায় ধান খেতে সার ছিটাতে গিয়ে স্টোক করে কাপড় ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ: ৬ আগস্ট ২০২৪, ২০:৩১ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:৩৮
কাউনিয়ার চন্ডিপুর গ্রামে গত সোমবার সন্ধ্যার আগে আমন ধান খেতে রাসায়নিক সার ছিটাতে গিয়ে স্টোক করে খেতের আইলেই মৃত্যুর কোলে ঢলে পরেন কৃষক সৈয়দ আলী (৪৮) । পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের চর পল্লীমারী গ্রামের মৃত্যু রহিম উদ্দিনের পুত্র সৈয়দ আলী (৪৮) দীর্ঘদিন বাইসাইকেলে করে বিভিন্ন থান কাপড়, সার্টপিচ, শাড়ী, বিছানার চাদর গ্রাম ঘুরে ঘুরে ফেরি করে বিক্রি করতেন। গত সোমবার সন্ধ্যার আগে একই উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে লিজ নেওয়া জমির পাশে এক বাড়িতে কাপড় সহ বাইসাইকেলটি রেখে আমন ধান খেতে রাসায়নিক সার ছিটানোর জন্য যান। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও খেতের পাশে এক বাড়িতে রাখা বাইসাইকেল নিতে না আসায় ওই বাড়ির এক মহিলা তার সন্তান সহ ধান খেতে গিয়ে দেখেন কাপড় ব্যবসায়ী সৈয়দ আলী বুক চেপে ধরে বসেন আছেন। তার চিৎকারে লোকজন ছুটে এসে সৈয়দ আলীকে তোলার চেষ্টা করে দেখেন সৈয়দ আলী মারা গেছেন। পরে স্থানীয় এক চিকিৎসক এসে পালস্ পরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের ধারনা ধান খেতে রাসায়নিক সার ছিটানোর সময় হয়তো স্টোক করে তিনি মারা গেছেন। হারাগাছ ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক ধান খেতে সার ছিটানোর সময় সৈয়দ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পল্লীমারী পাবলিক কবর স্থানে দাফন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত