কাউনিয়ায় ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৪০ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫

রংপুরের কাউনিয়া উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান ও মিলারদের কাছ থেকে চাল ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোঃ মুহিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমি বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোঃ তারিকুল ইসলাম, মিল চাতাল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা, মিলার ওয়াহিদুল ইসলাম প্রমূখ। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানাগেছে, উপজেলার শুধুমাত্র লটারি মাধ্যমে। চলতি মৌসূমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩০ টাকা দরে ৪১৪ মেট্টিক টন আমন ধান ও মিলারদের কাছ থেকে ৪৪ টাকা কেজি দরে ৬৩৪ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। সংগ্রহ চলবে আগামী ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত