কাউনিয়ায় দূর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১৯:৫২ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৬:১১
কাউনিয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজার সকল আয়োজন সম্পন্ন হয়েছে। এবার উপজেলার ৬ ইউনিয়নে ৬৭টি সার্বজনীন দ‚র্গা মন্দিরে প‚জা অর্চণা অনুষ্ঠিত হবে।
দূর্গা মন্দির গুলো নতুন সাজে সজ্জিত করা হয়েছে। দূর্গাম‚র্তি নির্মাণেও আনা হয়েছে নানা বৈচিত্র। উপজেলার গোপালগঞ্জ, নিজপাড়া, সানাইমোড়, তকিপল হাট, সিংহের কুড়া, শহীদবাগ,মধুপুর, ভায়ার হাট এলাকায় বড় আয়োজন নিয়ে হচ্ছে দূর্গাপ‚জা। মহালয়ার মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ১০ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যদিয়ে শুরু হয় পূজার মূল আয়োজন। হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে চলছে নতুন কাপড় সহ নানা কেনা কাটার ধুম। মার্কেট চষে বেড়াচ্ছে হিন্দু কিশোর-কিশোরী ও বঁধুরা। করোনা ভীতি কিছু টা কমে আসায় মার্কেট বিপনি বিতান গুলো জমে উঠেছে। উপজেলা পূজা উদ্যাপন কমিটির একজন সদস্য সাধারণ বলেন সরকার ও প্রশাসনের সহযোগিতায় পূজার সকল প্রস্তুত্তি সম্পন্ন হয়েছে। প্রাকৃতিক কোন দূর্যোগ না ঘটলে শান্তি প‚র্ণভাবে এবার পূজা অর্চণার কাজ শেষ হবে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন বিভিন্ন মন্দিরের সদস্যদের নিয়ে আইন শৃংখলা বজায় রাখা নিয়ে সভা করেছে।
থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বলেন পূজা মন্ডবে আইন শৃংলা বজায় রাখতে পুলিশের ৫টি মটরসাইকেল টিম,৪টি পুলিশ ভ্যান টিম এবং ৭টি আনসার ও ভিডিপি টিম নিয়জিত রয়েছে। এছাড়াও ভ্রাম্যমান টহল পুলিশ বাহিনী বিশেষ ভাবে দায়িত্ব পালন করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন বলেন হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দ‚র্গাপ‚জা নির্বিঘ্নে পালন করতে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবেন। সকল মন্ডপে সরকারী ভাবে চাউল বরাদ্দ দেয়া হয়েছে। আশা করছি শান্তি পূর্ণ ভাবে এবার হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের উৎসব পালন করবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত