কাউনিয়ায় দিন দিন ছিঁচকে চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১৯:৫৬ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৫:০৭
কাউনিয়ায় দিন দিন ছিঁচকে চোরের উপদ্রপ বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একের পর এক ভর্তিকৃত রোগীর দামী এন্ড্রোয়েন্ট মোবাইল ফোন চুরি গেছে। এছাড়াও উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিনের মোবাইল ও নিজ পাড়া গ্রামের এক দরিদ্র মহিলার মোবাইল, গালস স্কুল মোড়ে আঃ রশিদ মার্কেটে দোকান চুরি যাওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার নারায়ণপুর গ্রামের আঃ জলিল মিয়ার স্ত্রী মমেনা খাতুন (৫৫) শ্বাস কষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সে বিছানার বালিশের কাছে তার নাতির ব্যবহৃত একটি দামী এন্ড্রোয়েন্ট মোবাইল সেট রেখে তন্দ্রা যায়। এরই ফাঁকে চোর তার মোবাইল সেট টি নিয়ে সটকে পড়ে। এক সপ্তাহ আগে একই ভাবে আরো এক রোগীর মোবাইল সেট চুরি যায়।
অপর দিকে শনিবার বিকালে উপজেলার নিজপাড়া গ্রামের হজরত আলীর স্ত্রী সালেহা বেগমের (৬৪) বাড়ি থেকে একটি মোবাইল সেট ও নগদ ২ হাজার ৮০ টাকা, উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন আবু বক্কর সিদ্দিক এর মোবাইল সেট ও নগদ ৯০ টাকা চোর চুরি করে নিয়ে যায়। বেশ কিছু দিন চুরি বন্ধ থাকলেও নতুন করে বিভিন্ন গ্রামে ছিঁচকে চোরের উপদ্রুপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ অস্বস্তিতে পড়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত