কাউনিয়ায় দিনে দুপুরে দোকানের ক্যাশের টাকা চুরি
প্রকাশ: ২৫ মে ২০২১, ১০:১৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭
কাউনিয়া উপজেলার নিজপাড়া সানাই মোড় বাজারে দিনে দুপুরে মোঃ ইউনুছ আলীর দোকানের ক্যাশের ড্রয়ার ভেঙ্গে ৬২ হাজার টাকা চুরি যাওয়ার ঘটনা ঘটেছে।
থানায় লিখিত অভিযোগে জানাগেছে তালুকশাহবাজ গ্রামের মৃত আজুল্লা মিয়ার পুত্র ইউনুছ আলী প্রতিদিনের মতো গত রবিবার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া সানাই মোড় বাজারে অটো পার্টস এর দোকান সকালে খুলে। দুপুরে দোকানের ক্যাশের ড্রয়ারে টাকা রেখে তালা দিয়ে দোকানের ঝাপ খোলা রেখে জহরের নামাজ আদায় করার জন্য তালতলা মসজিদে যায়। নামাজ শেষ করে দোকানে এসে দেখে ক্যাশের ড্রায়ারের তালা ভাঙ্গা এবং ক্যাশে রাখা ৬২ হাজার টাকা নাই। এরপর আশপাশের দোকানদারদের বিষয়টি অবগত করেন। এ বিষয়ে ইউনুছ আলী গত সোমবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। করোনা কালে এতো গুলো টাকা চুরি যাওয়ায় ইউনুছ আলী পাগল প্রায়। কাউনিয়া বেশ কিছু দিন দোকান চুরি বন্ধ থাকলেও আবার নতুন করে চুরি শুরু হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত