কাউনিয়ায় থামছেনা মটরসাইকেল চুরি

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২০ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১০:২১

কাউনিয়ায় থামছেনা মটরসাইকেল চুরি। একের পর এক চুরি হয়েই চলেছে। ফলে আতংক বাড়ছে মটরসাইকেল মালিকদের। সাংবাদিকের মোটর সাইকেল চুরির পর এবার উপজেলা ক্যাম্পাসে শিক্ষকের মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। 

জানাগেছে উপজেলা চত্বরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসের সামনে থেকে সোমবার সকালে নিজদর্পা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোখলেছুর রহমান মুকুল এর ব্যবহৃত ডিসকভার ব্লু রংয়ের ১২৫ সিসি যাহার নাম্বার রংপুর হ- ১৪-০৫০৫ মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। মুকুল জানান, প্রতিষ্ঠানের ছাত্রীদের করোনা ভ্যাক্সিন দিতে নিয়ে এসে মোটর সাইকেলটি বিআরডিপি অফিসের সামনে রেখে ছাত্রীদের লাইনে দাঁড় করিয়ে দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে যাই, এই অল্প কিছু সময় পর ফিরে এসে দেখি মোটর সাইকেলটি নেই, লক ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। স্থানীয়রা বলছেন, উপজেলার সকল সিসি ক্যামেরা স্বচ্ছল থাকায় কথা কিন্তু একের পর এক মটর সাইকেল চুরি গেলেও একটিও উদ্ধার করা সম্ভব না হওয়ায় মটরসাইকেল মালিকদের মাঝে আতংক বিরাজ করছে। বেশ কিছু দিন থেকে একটি চোর চক্র এই কাজ করে চলেছে। 

এব্যাপারে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। ইন্সপেক্টার (তদন্ত) মোঃ সেলিমুর রহমান জানান, মটরসাইকেল চুরির কথা শুনেছি, অভিযোগ পেলে উদ্ধারে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত