কাউনিয়ায় থল দেওয়ানীর বাড়িতে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২১, ১৯:৪৬ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫

গ্রামে করোনা নেই, মুখে মাস্ক নেই, স্বাস্থ্য বিধির বালাই নেই, বেপরোয়া চলা ফেরার কারণে দীর্ঘ দিন পর করোনার দ্বিতীয় ঢেউয়ে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের থল দেওয়ানীর বাড়িতে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানাগেছে উপজেলার নিজপাড়া গ্রামের ফজলুল হক (৯০) ও তার স্ত্রী জামিলা হক (৫৬) জরে আক্রন্ত হলে গত ১১ মে রংপুরে নমুনা প্রদান করেন পরীক্ষায় ১৩ মে করোনা পজেটিভ আসে। তারা বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন আছেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে বলেন বর্তমানে রোগীর যে অবস্থা তাতে তারা আশংকা মুক্ত। তিনি আরো বলেন যারা ১ম ডোজ টিকা নিয়েছেন তারা যেন দ্রুত ২য় ডোজ টিকা নিয়ে নেন সে আহবান জানান। বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান রোগীদের খোঁজ খবর রাখা হচ্ছে, তাদের যেন কোন প্রকার অসুবিধা না হয় সে ব্যবস্থা করা হয়েছে। সাধারন মানুষ কে তিনি আতংকিত না হয়ে সচেতন হয়ে বাহিরে বের হলেই মাস্ক পড়া,সাবান দিয়ে হাত ধোয়া ও যথা সম্ভব সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত