কাউনিয়ায় তিস্তা সড়ক সেতুর নিচে নদী থেকে যুবকের লাশ উদ্ধার!
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ২০:৩০ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:১১
রংপুরের কাউনিয়ার তিস্তা সড়ক সেতুর মাঝে তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামের এক যুবকের লাশ দুপুরে উদ্ধার করেছে থানা পুলিশ। থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে সোমবার দুপুরে তিস্তা সড়ক সেতুর ৪ নং গার্ডারের নীচে তিস্তা নদীর পানিতে এক যুবকের লাশ ভাসতে দেখেন পাঞ্জরভাঙ্গা গ্রামের নৌকার মাঝি রশিদুল ইসলাম। পরে পুলিশ কে খবর দিলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবক লালমনিরহাট জেলার আফজাল নগর এলাকার বাসিন্দা নূরুল ইসলামের পুত্র আব্দুর রহিম (২২) বলে জানা যায়। নিহতের ভাই জানান তার ছোট ভাই আব্দর রহিম ২৯ রোজাই করেন। সে ঈদের নামাজ শেষে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তিস্তা সেতুতে বেড়াতে আসে। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে বাড়িতে ফিরে না যাওয়ায় সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে তার কোন সন্ধান না পাওয়ায় বিভিন্ন যানবাহন ও দর্শনীয় স্থানে পোষ্টার লাগিয়ে তার সন্ধান চায়।
সোমবার বিকাল ৩ টায় থানা থেকে ফোন পেয়ে এসে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন তারা। কাউনিয়া বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোস্তাছের বিল্লাহ বলেন লাশ আব্দুর রহিম নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত