কাউনিয়ায় তিস্তা সেতু থেকে চালককে নদীতে ফেলে অটোরিক্সা ছিনতাই
প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ১৯:২০ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:১১
কাউনিয়ায় তিস্তা সড়ক সেতুর ওপর থেকে চালককে নদীতে ফেলে দিয়ে অটোরিক্সা ছিনতাই করে পালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গত মঙ্গলবার দিবাগত রাতে কাউনিয়ার তিস্তা সড়ক সেতুতে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা রাত সাড়ে বারোটার দিকে অসুস্থ অটোরিক্সা চালকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে ভর্তি করেন। অটোচালক আসাদুল ইসলাম জানান, রংপুরের মাহিগঞ্জ সাতমাথা মোড় থেকে ৪শত টাকা ভাড়া ঠিক করে লালমনিরহাটের তিস্তা যাওয়ার কথা বলে অটোরিক্সায় চড়ে বসেন ১৬-১৮ বছর বয়সী ৮ তরুণ। তিস্তা সেতুর ঠিক মাঝামাঝি পৌঁছালে গাড়ি থামাতে বলে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গাড়ি থামাতেই সবাই মিলে জোরপূর্বক পাঁজাকোলা করে সেতুর রেলিংয়ের ওপর দিয়ে তিস্তা মাঝ নদীতে ফেলে দেয়া তাকে। এদিকে দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন পথচারী ছুটে আসার আগেই কিশোর গ্যাং সদস্যরা অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে নৌকার মাঝি ও একজন পুলিশ সদস্য প্রবল স্রোতের মধ্যেই মাঝ নদী থেকে অটোরিক্সা চালককে উদ্ধার করেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্ বলেন এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে তিস্তা সড়ক সেতুটি লালমনিরহাট জেলা সীমান্তে হওয়ায় সেখানে হয়তো অভিযোগ করতে পারে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত