কাউনিয়ায় তিস্তা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করলেন ওসি

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১৮:১৭ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ২১:৪৯

কাউনিয়ায় ঢুসমারা চরে তিস্তা নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করে দিলেন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান।

জানাগেছে বালাপাড়া ইউনিয়নের ঢুসমারা চরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আধা কিঃ মিঃ এর মধ্যে বে-সরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) বাসমাহ একটি বিদ্যালয় স্থাপনের জন্য জমি কিনে সেই জমি তিস্তা নদীর বালু দিয়ে ভরাট করার জন্য স্থানীয় ড্রেজার মালিক তহিদুলের সাথে চুক্তি করে। তহিদুল কোন অনুমতি না নিয়ে গত বুধবার বিকালে তিস্তা নদীতে ড্রেজার বসিয়ে বালু তুলতে গেলে স্থানীয়রা কাউনিয়া উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা তারিন কে জানালে নির্বাহী অফিসার থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান কে ব্যবস্থা নিতে বললে ওসি পুলিশ পাঠিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করে দেন। পুলিশের আগমন টের পেয়ে ড্রেজার মালিক তহিদুলের লোকজন দ্রুত ড্রেজার ম্যাশিন, পাইপসহ অনান্যে মালামাল সরিয়ে ফেলে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে বালু উত্তোলনের জায়গা দেখতে পান। 

এসময় স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করেন তিস্তা নদী থেকে রাতের আথারে অবৈধ ভাবে বালু তুলে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছে একটি চক্র। তাদের বিরুদ্ধে ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়না। পুলিশ ড্রেজারের লোকজন কে ধরার চেষ্টা করেছেন কিন্তু তারা আগেই সরে পরে। দুর্গম চরে তাদের ধরা সম্ভব হয়নি। এনজিওটির কার্যক্রম নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েচে। ওসি মাসুমুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোন ছার দেয়া হবে না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত