কাউনিয়ায় টেপামধুপুর ইউপি নির্বাচনে রাশেদুল জনপ্রিয়তার শীর্ষে
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১৯:৩৭ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:০০
কাউনিয়ায় আসন্ন টেপামধুপুর ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম এর জনপ্রিয়তা র্শীষে। এলাকার জনগণ মটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান হিসেবে তাকেই চায় বলে জানিয়েছেন ভোটাররা।
সরেজমিনে এলাকা ঘুরে জানাগেছে ইউনিয়নে ৫জন প্রার্থীর মাঝে তিনি এখনো জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেনবলে সাধারন ভোটারদের মত। রাশেদুল দীর্ঘদিন থেকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করেছেন, দলের হাই কমান্ড থেকে তাকে মাঠে কাজ করার কথা জানান হয়। সে অনুযায়ী সে দিন রাত সাধারন মানুষের সুখে দুখে থেকে মানুষের মন জয় করেছেন। কিন্তু সর্ব শেষ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন র্বোড তাকে নৌকা প্রতীক না দেয়ায় জনগনের চাপে সে বিদ্রোহী প্রার্থী হিসেবে মটর সাইকেল প্রতীক নিয়ে মাঠ চষে বেরাচ্ছেন। যেখানেই যাচ্ছেন সেখানেই শতশত মানুষ তাকে সমর্থন জানাচ্ছেন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর কিছু নেতা কর্মী তার দলের লোকজন কে কিছুটা হুমকি ধামকি দিলেও এলাকার জনগন নাছর বান্দা তারা রাশেদুলকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায়। টেপামধুপুরে ৫জন প্রার্থীর মাঝে তিনি জনপ্রিয়তার শীর্ষে। প্রত্যকটি পাড়ায় মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে জানা যায় জনগনের মাঝে রয়েছে তাহার অতুলনীয় অবদান এবং গ্রহণ যোগ্যতা। কারন তিনি ছোট বেলা থেকেই ছিলেন এক জন পরোপকারী নিঃস্বার্থ সমাজ সেবক। সেজন্যই জনগণ তাকেই এবার চেয়ারম্যান হিসেবে পেতে চায় বলে জানিয়েছেন ভোটাররা। করোনা কালীন সময় থেকে এপর্যন্ত তিনি বহু মানুষ কে সহযোগিতা করেছেন। ব্যক্তি জীবনে তিনি একজন ভালো মানুষ ভদ্রলোক, সদাআলাপী মিষ্টি ভাষী নিঃস্বার্থ সমাজ সেবক। তার নিকট কোন দল ধর্ম বর্ণ নেই তিনি সবার সাথে মিশে কাজ করেন এবং যে কোন লোক তার নিকট কোন সমস্যা নিয়ে আসলে তিনি অর্থ শ্রম মেধা দিয়ে সহযোগিতা করেন, তাই সকল স্তরের জনসাধারণ এর নিকট রয়েছে তাহার শুনাম। অন্যান্ন ধর্মের ও সকল অন্যান্ন দলের মাঝে ও তাহার রয়েছে অতুলনীয় সুনাম ও গ্রহণ যোগ্যতা।
এলাকার শ্রমিক, দিন মজুর, সিএনজি, অটোরিকশা ড্রাইভার, ব্যাবসায়ী, চাকুরী জীবি, ও ওলামাগন জানান তিনি একজন প্রকৃত পক্ষে ভালো মানুষ তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার দরকার। এলাকার ভোটারদের একটাই দাবী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, ভোটারা যেন নির্ভয়ে তাদের পছন্দ মত ব্যক্তিকে ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে পারেন। আর সুষ্ঠু নিরোপেক্ষ নির্বাচন হলে টেপামধুপুর ইউনিয়ন পরিষদে মটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে রাশেদুল ইসলামের জয় সুনিশ্চিত বলে দাবী সাধারন ভোটারদের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত