কাউনিয়ায় জানো প্রকল্পের বিভিন্ন কর্মসুচী পরিদর্শন অষ্ট্রেলিয়ান প্রতিনিধিদলের

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২ আগস্ট ২০২২, ১৯:২৩ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১০:২১

রংপুরের কাউনিয়ায় ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে কেয়ার, প্লান, ইএসডিও কর্তৃক বাস্তবায়িতত জয়েন্ট এ্যকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন কেয়ার অষ্ট্রেলিয়া থেকে ডেপুটি হেড অব প্রোগ্রাম এলিজাবেত স্ক্রাইবার এবং প্রোগ্রাম অফিসার মরজান কেলসি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত  ছিলেন সিনিয়র টিম লিডার জানো প্রকল্প নাজনীন রহমান, কেয়ার বাংলাদেশ এবং ফয়েজ কাউছার, প্রজেক্ট ম্যানেজার, জানো প্রকল্প, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্মকর্তাবৃন্দ। 

কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেপুটি হেড অব প্রোগ্রাম এলিজাবেত স্ক্রাইবার এবং প্রোগ্রাম অফিসার মরজান কেলসি এর সাথে মতোবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন, কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শিউলি রিচিল প্রমূখ। মতবিনিময় সভাশেষে তারা কারাতে প্রশিক্ষন পরিদর্শন করে তাদের সাথে কথা বলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত