কাউনিয়ায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৪ আগস্ট ২০২২, ১৫:৫৯ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:০৪

কাউনিয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা তাহ্মিনা তারিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রজব আলী, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন, ইন্সপেক্টার (তদন্ত) মোঃ সেলিমুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল আলম, পরিসংখ্যান কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রমূক। সভা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত হয়। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত