কাউনিয়ায় জাতীয় যুব দিবস ২০২১ পালিত  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ১৯:১৮ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৮

দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এ প্রতিপাদ্য সামনে নিয়ে কাউনিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবস ২০২১ সোমবার বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়। 

দিবসটি উপলক্ষে টিপু মুন্শি অডিটরিয়ামে আলোচনা সভা যুব উন্নয়ন অফিসার মোঃ সামসুজ্জামান আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, যুব উন্নয়ন অফিসার মোঃ সামসুজ্জামান আজাদ সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আরিফ মাহফুজ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, তথ্য সেবা কর্মকর্তা আক্তার জাহান, সহকারী শিক্ষা অফিসার জয়তী রানী চৌধুরী প্রমূখ। 

আলোচনা সভা শেষে ৭জনের মাঝে ২লাখ ৪০ হাজার টাকার যুব ঋনের চেক, ৪জনের মাঝে সনদ এবং ২০ জনের মাঝে ২টি করে গাছের চারা বিতরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত