কাউনিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২ মার্চ ২০২২, ১৯:২৩ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ২১:১৩

মজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস ২০২২ গত বুধবার পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা। 

উপজেলা পরিষদ ক্যাম্পাসে বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ গ্রহন করেন রংপুর জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আঃ হাকিম, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ আকতার জাহান, উপজেলা নির্বাচন অফিসার সুমিয়ারা পারভীন প্রমূখ। পরে নির্বাাচন অফিসে এক সংক্ষিপ্ত আরোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচিন অফিসার জানান এবারে নতুন ভোটার সংযুক্ত হয়েছে ২৯০৯ জন এবং কাউনিয়ায় মোট ভোটার ২-১৩৬৭জন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত